শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমত সিমটি আপনার কাছে থাকলে অবশ্যই পারবন। দ্বিতিয়ত সিমটি যদি না থাকে তবে সিমের কিছু তথ্য দিয়ে উঠাতে পারবেন। তৃতীয়ত সিমের কোন তথ্যও যদি না থাকে তবে সিম রিপ্লেইস করে বা আগের সিমের রেজিস্ট্রেশন করে এমন কোন রিটেইলার বা অফিসে কথা বলে সিমটি উঠাতে পারবেন। সেক্ষেত্রে পরিচিত হলে ভাল হয়। তবে এটা খুব কঠিন কিছু না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ