Call

এখন নেটওয়ার্ক ও স্পিড এর দিক দিয়ে রবি সিম বেশ ভালো।আর অফারও তুলনামুলক ভাবে খুবই ভালো বিশেষ করে ইন্টারনেট অফার। আবার আপনি বাংলালিংকও কিনতে পারেন।এটাও নেটওয়ার্কের দিক দিয়ে বেশ ভালো।রবি সিমের মতো এটাতেও বাম্পার অফার

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমার মতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আপনার রবি অথবা বাংলালিংক সিম কেনা উচিত কারণ রবি এবং বাংলালিংক ইন্টারনেটের বাম্পার অফার দেয়। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নেট ব্যবহার করার জন্য কোন সিম টি আপনার জন্য সবচেয়ে ভালো হবে সেটা আপনি আমাদের চেয়েও বেশি ভালো বলতে পারবেন। কারণ, আপনার এলাকায় কোন সিমের নেটওয়ার্ক কেমন থাকে সেটা তো আর আমাদের জানা নেই আপনি আগে আপনার এলাকায় কোন সিমের নেটওয়ার্ক সবচেয়ে ভালো সেটা জানুন হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের জন্য কোন সিমটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে সেটা আগে আপনি খোঁজ নেন সেটাই বেটার হবে। আর কম টাকায় বেশি মেগাবাইট পেতে আপনি জিপি Skitto এবং বাংলালিংক এ দুটো সিম এর যেকোনো একটি নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার এলাকায় যেই অপারেটরের টাওয়ার আছে বা নেট স্পিড অপেক্ষাকৃত অন্যান্য অপারেটরের থেকে বেশি, সেটাই কিনুন। বিভিন্ন অপারেটরের কয়েকটা মেগাবাইট প্যাক দেখে নিন... 


এয়ারটেল-

এয়ারটেল এ ২ দিন মেয়াদে ১ জিবি ডাটা, ৩৫ লোকাল মিনিট এবং ৩৫ লোকাল এসএমএস পেতে ডায়াল করুন *১২৩*০৩৫# অথবা রিচার্জ করুন মাত্র ৩৫ টাকা। ২২ টাকায়(ভ্যাটসহ) ৩ দিনের জন্য ১.৫ জিবি 4G ডাটা। 4G এর আওতায় আপনি 4G ডাটা ব্যবহার করতে পারবেন। টাকা কেটে নিয়ে অফারটি দেওয়া হবে। অফারটি চালু করতে ডায়াল করুন *123*022# । ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *3# । আপনি চাইলে এই link টি অনুসরণ করে airtel website থেকে অফার/ data pack টি online এ purchase করতে পারবেন; Link: (https://www.bd.airtel.com/bn/personal/internet/internet-packages/1.5-gb-4g-for-3-days) এছাড়া *৪# ডায়াল করে  ইন্টারনেট প্যাকেজগুলো দেখতে এবং কিনতে পারবেন। এছাড়া এইটা লিংক এ ভিজিট করতে পারেন https://www.bd.airtel.com/bn/personal/internet/internet-packages 
রবি-

রবিতে ১০ জিবি ডাটা ১৯৯ টাকায়, মেয়াদ সাতদিন। অফারটি চালু করতে রিচার্জ করতে পারেন ১৯৯ টাকা অথবা ডায়াল করুন *123*0199# এই কোডটি। এই ডাটার মধ্যে ৭ জিবি ব্যবহার করা যাবে যে কোন নেটওয়ার্কে এবং ৩ জিবি ব্যবহার করা যাবে শুধুমাত্র ৪.৫ জি নেটওয়ার্কে। অফারটি চালু করে আরও পাচ্ছেন Robi My Sports, Robi TV, Robi Screen & iflix এই সার্ভিসগুলোতে ফ্রি সাবসক্রিপশন। ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *3# এই কোডটি।
বাংলালিংক-

 ৫০০MB @ ৪৯ টাকা / ৭ দিন, ১.৫ GB @ ৯৯ টাকা / ৭ দিন, ২.৫ Gb @ ১২৯ টাকা / ৭ দিন, ১.৫ GB @ ২০৯ টাকা / ৩০ দিন, ৩ GB @ ৩৯৯ টাকা বিস্তারিত... https://www.banglalink.net/en/personal/offers/internet-offers/enjoy-double-internet-bonus-this-eid 
গ্রামীণফোন-

৪৪ টাকায় (ভ্যাটসহ) 2 GB, ৩ দিন মেয়াদে একটি অফার রয়েছে । অফারটি কিনতে *১২১*৩২৪২# ডায়াল করুন । অফারটি সকল Grameenphone গ্রাহকদের জন্য প্রযোজ্য । এছাড়া Wowbox অ্যাপে বিভিন্ন রকমের অফার রয়েছে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ