আমি প্রস্রাব করার পরে পানি দিয়ে পরিষ্কার করি । কিন্তু এরপরে যখন আমি হাটি বা অন্য কাজ করি আমার মনে হয় আমার নালি দিয়ে প্রস্রাব বের হচ্ছে । যা আমাকে নামাজ পড়তে দেয় না । তাই আমি জানতে চাচ্ছি কিভাবে পরিষ্কার করলে আমার নালি দিয়ে প্রস্রাব পরবতীতে আর বের হবে না ।
শেয়ার করুন বন্ধুর সাথে

আপি একটু সময় নিয়ে প্রসাব করুন... একটু হাঁটাহাঁটি করুন।। এক পায়ে অন্য পায়ে চাপ দিন।। সময় নিন... এগুলো সুন্নাত।। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সম্ভবত আপনার সিস্টাইটিস হয়ে ছে। আমার ও এ সমস্যা ছিলো এ নি য়ে আমি খুব অসস্থিকর অবস্থায় ছিলাম। একজন ইউরোলজিস্ট বিভাগে র ডাক্তার দেখিয়ে ঔশুদ খেয়েছি এটা ভালো হয়ে গেছে। আপনি ও একজন ইউরোলজিস্ট ডাঃ দেখান এবং প্রসাব করার সময় একটু সময় নিয়ে প্রসাব করবেন তারা হুরা করলে এমন হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ