২ জন পুরুষ ৩ জন স্ত্রী লোকের সমান কাজ করে। ৪ জন পুরুষ ও ৯ জন স্ত্রী লোক একটি কাজ ৩০ দিনে করতে পারে। ঐ কাজটি ৫ জন পুরুষ ও ১৫ জন স্ত্রী লোক কত দিনে করতে পারবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দেওয়া আছে,

২ জন পুরুষ = ৩ জন স্ত্রী লোক 

১ জন পুরুষ = ৩/২ জন স্ত্রী লোক

৪ জন পুরুষ = (৩/২) জন স্ত্রী লোক

                                = ৬ জন স্ত্রী লোক


আবার, 

২ জন পুরুষ = ৩ জন স্ত্রী লোক

১ জন পুরুষ = (৩/২) জন স্ত্রী লোক

৫ জন পুরুষ = (৩/২)৫ জন স্ত্রী লোক

                          = ১৫/২ জন স্ত্রী লোক


এখন,

৬ জন স্ত্রী লোক + ৯ জন স্ত্রী লোক = ১৫ জন স্ত্রী লোক

এবং

১৫/২ জন স্ত্রী লোক + ১৫ জন স্ত্রী লোক 

=(১৫/২)+১৫ স্ত্রী লোক

=(১৫+৩০)/২ স্ত্রী লোক

=৪৫/২ স্ত্রী লোক


১৫ জন স্ত্রী লোক একটি কাজ করতে পারে =৩০ দিনে

১ জন স্ত্রী লোক একটি কাজ করতে পারে =(৩০*১৫) দিনে

(৪৫/২) জন স্ত্রী লোক ঐ করতে পারবে 

= ৩০*১৫*(২/৪৫)

= ৯০০/৪৫ দিনে 

= ২০ দিনে৷

অতএব, ঐ কাজটি ৫ জন পুরুষ ও ১৫ জন স্ত্রী লোক 

২০ দিনে করতে পারবে৷                                            


imageimage image


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ