আজকাল স্কুলের পাঠ্য বইয়ে থাকে অনেক শিরকি বক্তব্য । যেমন বিজ্ঞান বইয়ে । বাংলা বইয়ে একটি কবিতা আছে'আবার আসিব না ফিরে' এটা শিরক না কুফরী তা শিয়র না । যাইহোক আমরা মার্ক পাওয়ার আশায় শিখার আশায় সেগুলো পড়ি এবং লিখি । এতে কি আমাদের শিরক বা কুফরী করা হয় ? কেউ কেউ বলে যে মন থেকে বিশ্বাস না করলে শিরকি বিষয় পড়া বা লিখা সত্বেও নাকি শিরক হয় না । এটা সত্য কিনা আমি তা জানি না ।  যাক এখন প্রশ্নটা হচ্ছে পড়াশোনার জন্য শিরকি বিষয় গুলো পড়লে লিখলে এবং মুখস্ত করলে গুণাহ হয় নাকি হয় না ? কুরআন ও হাদিসের আলোকে বলেন ।
শেয়ার করুন বন্ধুর সাথে

দুনিয়ার সামান্য লাভের জন্য পরোকাল হারাতে চাচ্ছেন ? 

মহান আল্লাহ্ বলেন তিনি চাইলে সব গুনাহ ক্ষমা করতে পারেন তবে তার সাথে শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। (সূরা নিসা )


তাই আপনি ঐগুলো এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করূন,তিনি সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ