10-15 দিন বয়সি মুরগি ও টার্কির ঠান্ডা লাগলে কি ঔষধ খাওয়াতে হবে?


শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

সাধারণত টিয়ামুলিন এমন রোগের চিকিৎসায় টার্কির ক্ষেত্রে  ভালো কাজ করে। মুরগির ক্ষেত্রে টিয়ামুলিন ,ক্লোরটেট্রাসাইক্লিন টাইলোসিন  ও   ভালো কাজ করে।আপনি চিকিৎসক এর পরামর্শ ছাড়া কোনো ব্যবস্থা নিবেন না।এছাড়া টার্কির গায়ে সরাসরি বাতাস লাগাতে দিবেন না।এসবের ক্ষেত্রে জীবাণুমুক্ত পানি ব্যবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ