আমার বয়স ১৯বছর। প্রসাব করার পর আবার ফোটা ফোটা প্রসাব পরে


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রসাব শেষে সাময়িক ফোটা ফোটা প্রসাব আসে কি? না যেকোন সময় এভাবে প্রসাব চলে আসে? যদি সাময়িক আসে তাহলে প্রসাব শেষ একটু বসে থাকা উচিত|তারপর টিস্যু দিয়ে কুলুপ ধরতে পারেন| পানির ঘাটতি হলেও প্রসাব ফোটা ফোটা আসতে পারে|তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন|পাশাপাশি রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিবেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ