শেয়ার করুন বন্ধুর সাথে
MdAbuSaeed

Call





৬৫০)৯৮০০০(১৫

        ৬৫০

    ----------------

        ৩৩০০

        ৩২৫০

    -----------------

             ৫০০

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভালোভাবে খেয়াল করে দেখুন, ৩৩০০ থেকে ৩২৫০ বিয়োগ করে বিয়োগফল ৫০ পেলাম। এখানে বিয়োগফল ৫০, ভাজক ৬৫০ এর চেয়ে ছোট হওয়ায় ভাগ করা যাচ্ছে না। তাই নিয়মানুযায়ী ভাজ্য থেকে একটি সংখ্যা ০ (শূন্য) নামিয়ে ৫০ এর সাথে বসালাম। এখন ৫০ থেকে ৫০০ হয়ে গেল। কিন্তু এরপরও ৫০০, ভাজক ৬৫০ থেকে ছোট হওয়ার কারণে ভাগ করা যাচ্ছে না। তাছাড়া ভাজ্যে থেকে নামানোর মত অার কোন সংখ্যা অবশিষ্ট নেই। তাই ৬৫০ কে ০ (শূন্য) দ্বারা গুণ করা হল। ৬৫০ কে শূন্য দ্বারা গুণ করার কারণে ভাগফলে একটি ০(শূন্য) বসানো হল। ফলে ভাগফল হল ১৫০।  ৬৫০ কে ০ (শূন্য) দ্বারা গুণ করলে গুণফল ০ (শূন্য) হয়। এখন গুণফল ০ (শূন্য) কে ৫০০ এর নিচে বসিয়ে ৫০০ থেকে বিয়োগ করা হল এবং ভাগশেষ ৫০০ পাওয়া গেল।


প্রমাণ: ভাজ্য= (ভাজক×ভাগফল)+ভাগশেষ

ভাজ্য=(৬৫০×১৫০)+৫০০

ভাজ্য=৯৭৫০০+৫০০

ভাজ্য=৯৮০০০

image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ