RushaIslam

Call

fill in the blanks with suitable word/without word : ০১. বাক্যের শুরুতে যদি শূন্যস্থান (-) থাকে এবং পরে মূল ক্রিয়া বা সাহায্যকারী ক্রিয়া থাকে তবে শূন্যস্থানে Noun ব্যবহৃত হবে। ব্র্যাকেটের পদটি Verb হলে, এর সঙ্গে ing যুক্ত (Gerund) হবে, অথবা, Adjective হলে Noun ব্যবহৃত হবে। যেমন- (a) (Honest) is the best policy. Ans: Honesty is the best policy. N.B: উপরের ব্র্যাকেটে যে Honest পদটি রয়েছে তা Adjective যার Noun হল Honesty. (b) (Walk) is a good exercise. Ans: Walking is a good exercise. উদাহরণের ব্র্যাকেটে রয়েছে Walk, যা verb। সুতরাং এর সঙ্গে ing যোগ করে (walking) Noun করা হয়েছে। 02. (a) শূন্যস্থানের (-) বামদিকে Article এবং ডান দিকে preposition থাকলে শূন্যস্থানে Noun ব্যবহৃত হবে। যেমন- He has done a (duty) for him. Ans: He has done a duty for him. (b) শূন্যস্থানের (-) বামদিকে Adjective এবং ডান দিকে Preposition থাকলে শূন্যস্থানে Noun ব্যবহৃত হবে। যেমন- They have bought a beautiful -(gift) for their friends. Ans: They have bought a beautiful gift for their friends. (c) শূন্যস্থানের (-) বামদিকে অথবা উভয়দিকে Preposition থাকলে শূন্যস্থানে Noun/Gerund ব্যবহৃত হবে। যেমন- He believes in (work) for the development of the country. Ans: He believes in working for the development of the country. you cannot prosper in life without ~(work) hard. Ans: you cannot prosper in life without working hard. The purpose of (read) history is different. Ans: The purpose of reading history is different. (d) শূন্যস্থানের (-) বামে Some/any/few/a few/little/a little/many/more/much/only/every/each/no ইত্যাদি থাকলে শূন্যস্থানে Noun ব্যবহৃত হবে। যেমন- He has done many .....(job) He has done many jobs. (e) শূন্যস্থানের (-) বামদিকে ঠবৎন এবং ডানদিকে Preposition থাকলে শূন্যস্থানে Noun ব্যবহৃত হবে। যেমন- He helped (Sumon) for complete improvement. He helped Suman for complete improvement. (f) শূন্যস্থানের (-) বামে article+Adjective থাকলে শূন্যস্থানে Noun ব্যবহৃত হবে। A good (decide) is the pre-condition of success. A good decision is the pre-condition of success. (f) শূন্যস্থানের (-) বামে সাহায্যকারী ক্রিয়া এবং ডানে Noun থাকলে শূন্যস্থানে Noun ব্যবহৃত হবে। তবে এ ক্ষেত্রে বাক্যের অর্থের ওপর নির্ভর করে verb ও ব্যবহৃত হতে পারে। অবশ্যই মনে রাখতে হবে দুই Noun এর মাঝে যথার্থ Preposition ব্যবহার করতে হবে। যেমন- He has -(believe) God. He has belief in God. শূন্যস্থানে Adjective বসানোর নিয়ম (a) শূন্যস্থানের (-) বামে মূল ক্রিয়া এবং ডানে Noun থাকলে শূন্যস্থানে Adjective ব্যবহৃত হবে। যেমন- He is doing (complicate) works. Ans: He is doing complicated works. V Adj N (b) শূন্যস্থানের (-) বামে Subject এবং ডানে Preposition+Noun থাকলে Adjective ব্যবহৃত হবে। যেমন- The students (goodness) at Maths can get better marks. Ans: The students good at Maths can get better marks. (c) শূন্যস্থানের (-) বামে Article এবং ডানে Noun থাকলে শূন্যস্থানে Adjective ব্যবহৃত হতে পারে যেমন- (i) An (honesty) man can never tell a lie. Ans: An honest man can never tell a lie. (ii) (quality) candidates become successful. Ans: Qualified candidates become successful. (d) শূন্যস্থানের (-) বামে Be verb এবং ডানে Preposition থাকলে শূন্যস্থানে Adjective ব্যবহৃত হবে। যেমন : She is (experice) in any handicrafts. Ans: She is expert in any handicrafts. (e) শূন্যস্থানের (-) বামে Adverb থাকলে শূন্যস্থানে Adjective ব্যবহৃত হবে। The man is very (strength) now. = The man is very strong now. N.B. বাক্যটিতে Be verb থাকলে শূন্যস্থানে অবশ্যই Adjective ব্যবহৃত হবে। কিন্তু মূল Verb থাকলে অবশ্যই Adverb ব্যবহৃত হবে। বাক্যের সবশেষে শূন্যস্থান (-) থাকলে শূন্যস্থানে Adverb কিংবা Adjective ব্যবহৃত হবে তবে তা নির্ভর করছে বাক্যের অর্থের ওপর। যেমন- He is (honest). Ans: He is honest. N.B. Adjective-এর আগে Article থাকলে শেষে Noun হয়, Article না থাকলে Noun না। He is honest. He is an honest man. (f) শুরুতেই শূন্যস্থান (•) থাকলে এবং ডানে Subject থাকলে শূন্যস্থানে Article/Adverb/Adjective ব্যবহৃত হয়। যেমন- People dream of a good future. Ans: Some people dream of a good future. শূন্যস্থানে Verb বসানোর নিয়ম: ০১. শূন্যস্থানের (-) বামে Adverb এবং ডানে O.W (other words) থাকলে শূন্যস্থানে Verb ব্যবহৃত হবে। অবশ্য এক্ষেত্রে বাক্যের অর্থের ওপর নির্ভর করে এবং Tense অনুযায়ী Verb ব্যবহার করতে হবে। যেমন- Some people are (work) in the field. Ans: Some people are working in the field. বি.দ্র. শূন্যস্থানে Adverb কিংবা Adjective ও ব্যবহৃত হতে পারে। ০২. শূন্যস্থানের (ক্স) বামে Subject এবং ডানে O.W (other words) থাকলে শূন্যস্থানে Tense অনুযায়ী Verb ব্যবহৃত হবে। যেমন- He (guide) the students properly. Ans: He guides the students properly. ০৩. শূন্যস্থানের (-) কিছুই না থাকলে এবং ডানে O.W থাকলে শূন্যস্থানে Verb-এর present form ব্যবহৃত হয়। তবে এক্ষেত্রে দেখতে হবে O.W দ্বারা কোনো আদেশ/উপদেশসূচক বাক্য প্রকাশ করছে কিনা। যেমন- (Help) the poor. Ans: Help the poor. ০৪. শূন্যস্থানের (-) বামে Adverb এবং ডানে Noun Phrase (Article+Adv.+Adj+N) থাকলে শূন্যস্থানে Verb ব্যবহৃত হয় Tense অনুযায়ী। যেমন- A balanced application always (qualify) the post. Ans: A balanced applicant always qualifies the post. 05. Passive form হলে (বাক্যে দুটি verb থাকলে) ২য় verb-এর সাথে ing যোগ করতে হয়, অথবা verb টির পূর্বে to (উদ্দেশ্য বুঝালে) বসে। যেমন : They aren't (permission) go out of  Ans: They aren't permitted to go out of home. I saw him (go). = I saw him going. I don't want (leave) this place. =I don't want to leave this place

Talk Doctor Online in Bissoy App