KMIslan

Call

যারা টিকা দেননি তাদের হাত পা  বড় রকমের আঘাত বা কেটে গেলে টি টি টিকা নিতে হয় এতে নারি পুরুষ বিভেদ নাই।  আর মেয়েদের কিশোরি বয়সে ও গর্ভকালিন সময়ে নিতে হয় এই টিকা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

আপনার প্রশ্নটি সঠিক নয়। কারণ টিটেনাস ইনজেকশন সকলকেই দেয়া যেতে পারে। এটি মহিলাদের জন্য কোর্স করে দেয়া হয়,তবে এটি যে কেবল মহিলাদের জন্যই তা পুরোপুরিভাবে ভুল।আপনাকে ব্যাখ্যা দিলাম: টিটেনাস  এমন একটি রোগ যা ক্লসট্রিডিয়াম টিটেনি এর এক্সোটক্সিন এর মাধ্যমে হয় এবং এর ফলে প্রচন্ড ব্যাথার সাথে আমাদের ঐচ্ছিক মাংশপেশীর সংকোচন হয়। এই জীবাণু সাধারণ তাপে নষ্ট হয় না, ১২০ডিগ্রী সেলসিয়াস ও প্রচন্ড চাপে নষ্ট হয়।  তাই কোন বস্তু পানিতে সিদ্ধ করলেও এই জীবাণু মরে না! পানির সর্বোচ্চ তাপমাত্রা হয় ১০০ডিগ্রী সেলসিয়াস। টিটেনাস এর উৎস হলো মাটি ও ময়লা, গবাদি পশু,  ঘোড়া ,  ভেড়া এর অন্ত্রেও এর জীবাণু থাকে। তাই এদের  মলেও টিটেনাস  পাওয়া যায়! যেকোন কাঁটা ছেড়াতেই টিটেনাস হতে পারে! অপারেশনে অনেক সাবধানতা অবলম্বন করলেও এর টিকা দেওয়া হয়!!! কৃষক,মাটির কাজ করে যারা,মেথর,বাচ্চারা,শিশুরা,সৈন্য এদের টিটেনাস হবার সম্ভাবনা বেশি। জন্মের পর DPT টিকা দেয়া হয়, ৬,১০ ও ১৪ সপ্তাহ এর মাথায়! এটা EPI এর মাধ্যমে দেওয়া হয়। এছাড়া মহিলাদের ১৫ বছর বয়সের পর দেওয়া হয়  ৫ টি  TT টিকা! গর্ভবতী মায়েদের দেয়া হয় ২টি ডোজ। অন্যান্য ভাবে কাঁটা ছেড়া ,  অপরিচ্ছন্ন কাঁটা অংশ,  সড়ক দূর্ঘটনা, ইত্যাদিতে দেওয়া উচিত এই ইনজেকশন।  (সুত্র: স্বাস্থ্যবিধি গাইড, হোম ইকোনোমিক কলেজ ভর্তি গাইড:২৪৬ পেজ,আপনি এখানেও বিস্তারিত পড়ে নিতে পারেন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ