RushaIslam

Call

এটির সঠিক ব্যাখ্যা ননেই।কারো থাইরোটক্সিকোসিস (দেহে অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরির জন্য সৃষ্ট স্বাস্থ্য সমস্যা) থাকলে আশ্চর্য বা অদ্ভুত কিছু দেখলে বা শুনলে  বুক ধড়ফড় করে। এছাড়া আমাদের হৃৎপিন্ডে বিভিন্ন ভালব থাকে। ভালবগুলো একমুখী রক্ত প্রবাহ নিশ্চিত করে। এই ভালবে সমস্যার কারনেও স্বাভাবিক বা অদ্ভুত কিছু শোনা না দেখার ক্ষেত্রে বুক ধড়ফড় করে।  আবার হৃৎপিন্ডের বিভিন্ন জটিল রোগ (যেমন: AF, SVT, VT প্রভৃতি) থাকলে এক্ষেত্রে বুক ধড়ফড় করতে দেখা যায়।  এছাড়া হৃৎপিন্ডের অলিন্দ এবং নিলয়ে যদি অতিরিক্ত সংকোচন হয় তবে মাঝে মাঝে খুব অল্প সময়ের জন্য যেমন অবাক হলে,চিন্তা করলে,কিংবা কাজের ক্ষেত্রে বুক ধড়ফড় করে। এটি অস্বাভাবিক কিছু নয়। তবে অতিরিক্ত এমন হলে চিকিৎসক এর পরামর্শ নিন। এছাড়া রাগের সময় হাত পা কাঁপা স্বাভাবিক বলেই বিবেচনা করা হয়।  সূত্র:ডাঃ মোঃ ফজলুল কবির ভূঁইয়া: সহকারী রেজিস্ট্রার, লিভার রোগ বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ