Call

যদি কোন ব্যক্তি তার স্ত্রী কে স্পষ্ট শব্দের মাধ্যমে এক তালাক অথবা দুই তালাক দেয় (স্পষ্ট শব্দ হলো তুমি তালাক অথবা তোমাকে তালাক দিলাম) তাহলে এক তালাকে রেজয়ী পতিত হয়ে যাবে । অর্থাৎ ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিতে পারবে। আর যদি অস্পষ্ট শব্দের মাধ্যমে তালাক দেয়(অস্পষ্ট শব্দ হলো্ তুমি পর্দা করো অথবা তোমার বাপের বাড়ি চলে যাও) তাহলে যদি সে  তালাকের নিয়ত করে তাহলে বায়েন তালাক পতিত হবে অর্থাৎ বিবাহ ব্যতিত ফিরিয়ে আনতে পারবে না । চাই এই তালাক গুলো রাগের মাতায় দেক বা রাগ না থাকা অবস্থায় দেক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ