Call

কারণ পৃথিবীর আকৃতি একটু চ্যাপ্টা। মেরু অঞ্চলে ব্যাসার্ধ ও বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ একই নয়। তাই মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি কিন্তু বিষুবীয় অঞ্চলে কম। ব্যাসার্ধ বেশি হলে অভিকর্ষ ত্বরণের মান কম হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অভিকষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্বের ওপর নিভর করে। যেহেতু পৃথিবী সম্পুণ গোলাকার নয়, তাই অভিকষজ ত্বরণের মান পরিবতিত হয়। পৃথিবী মেরু অঞ্চলে চ্যাপ্টা, তাই কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দুরত্ব কম একারণে এখানে অভিকষজ ত্বরণের মান বেশি। আবার, বিষুবীয় অঞ্চলে পৃথিবী একটু মোটা তাই কেন্দ্র থেকে ভুপৃষ্ঠের দূরত্ব বেশি তাই এখানে অভিকষজ ত্বরণের মান কম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ