P বস্তুটির ভর =10kg; Q বস্তুটির ভর=20kg; P ও Q বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 20m. P ও Q বস্তুদ্বয়কে যদি চাঁদে নিয়ে গিয়ে একই দূরত্বে রাখা হয় তবে তাদের মধ্যকার আকর্ষণ বল কত হবে???? (অষ্টম শ্রেণীর বই থেকে)
শেয়ার করুন বন্ধুর সাথে
ধরি,
P বস্তুর ভর m1 =10kg
Q বস্তুর ভর m2 =20kg
মধ্যবতী দুরত্ব r =20m
মহাকষীয় ধ্রুবক G =6.67*10-11Nm2kg-2
অতএব, আকষণ বল F
=(Gm1m2)/(r2)
=(6.67*10-11*10*20)/(202)N
=3.335*10-11N [Ans]
আকষণ বল বা মহাকষ বল কোনো স্থানের উপর নিভর করে না। তাই যেখানেই বস্তুদুটিকে নেওয়া হোক না কেন, আকষণ বল বা মহাকষ বল একই থাকবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ