Call

বলতে পারেন চরেই প্রথম মানব সভ্যতা গড়ে ওঠে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

থিতিয়ে পড়া পলি থেকে নদীবক্ষে উৎপন্ন ভূভাগকে চর বলে। একে দ্বীপও বলে। কেননা, চর শব্দের অর্থ দ্বীপ (Island)। কথায় আছে, 'ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল। গড়ে তুলে মহাদেশ, সাগর অতল'। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা থেকে যেমন দেশ বা মহাদেশের সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র পলিকণা থেকে চর বা দ্বীপের সৃষ্টি হয়েছে। তাই যারা চর বা দ্বীপ অঞ্চলে বসবাস করে, তাদের গর্ব করা উচিত। বিশ্বে বড় বড় চর বা দ্বীপগুলো রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আর কোনো রাষ্ট্রের অভ‍্যন্তরে ছোট ছোট চর বা দ্বীপগুলো দ্বীপ হিসেবেই রয়েছে। তাই বলা হয়, চর বা দ্বীপেই প্রথম মানবসভ‍্যতা গড়ে উঠে। আরো গর্বের বিষয়, বাংলাদেশও একটা বড় চর বা দ্বীপ। এই দেশকে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ (Delta) বলা হয়। ব-দ্বীপ হলো সমুদ্রের নিকটবর্তী নদীর পলি দিয়ে সৃষ্ট ব-আকৃতির জলবেষ্টিত ত্রিকোণ ভূভাগ, দ্বীপ বা চর। যেহেতু বাংলাদেশই পৃথিবীর মধ‍্যে সবচেয়ে বড় ব-দ্বীপ বা চর, সেহেতু এই দেশের অভ‍্যন্তরে সৃষ্ট ছোট ছোট চর বা দ্বীপে বসবাস করে অবশ্যই চর অঞ্চলে বসবাসকারীদের গর্ব করা উচিত। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ