Muftihabib

Call

হ্যা। আপনার প্রয়োজন হলে আপনি উঠে চলে যেতে পারবেন।  তবে সম্ভব হলে তার নামাজ শেষ হওয়া পর্যন্তঅপেক্ষা করা। অথবা একহাত পরিমাণ উঁচু   কোন জিনিষ তার সামনে রেখে যাওয়া। যাকে সুতরা বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নামাজীর সামনে দিয়ে যাওয়া মারাত্মক গোনাহের কাজ। বুসর ইবনে সাঈদ (রহঃ) হতে বর্ণিত যে, যায়দ ইবনে খালিদ (রাঃ) তাকে আবূ জুহায়ম (রাঃ)-এর নিকট পাঠালেন, যেন তিনি তাকে জিজ্ঞেস করেন যে, মুসল্লীর সামনে দিয়ে অতিক্রমকারীর সম্পর্কে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কী শুনেছেন। তখন আবূ জুহায়ম (রাঃ) বললেনঃ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি মুসল্লীর সামনে দিয়ে অতিক্রমকারী জানতো এটা তার কত বড় অপরাধ, তাহলে সে মুসল্লীর সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে চল্লিশ দাঁড়িয়ে থাকা উত্তম মনে করতো। আবুন-নাযর (রহঃ) বলেনঃ আমার জানা নেই তিনি কি চল্লিশ দিন বা মাস কিংবা চল্লিশ বছর বলেছেন। (সহীহ বুখারী হাদিস নম্বরঃ ৫১০ হাদিসের মানঃ সহিহ) তবে, কেউ যদি নামাজীর বরাবর সামনে থাকে, তাহলে সেখান থেকে ডানে কিংবা বামে চলে যাওয়ার সুযোগ আছে। এটা নামাজের সামনে দিয়ে অতিক্রম করার অন্তর্ভুক্ত নয়। তাই উক্ত ব্যক্তির নামাজ শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হবেনা। অবশ্য বিনা প্রয়োজনে এমন করা ঠিক নয়। অনুরূপভাবে যদি নামাজরত ব্যক্তির সামনে ‘সুতরা’ থাকে তাহলে তার সামনে দিয়ে অতিক্রম করা যাবে। যদিও এটাও বিনা প্রয়োজনে করা ঠিক নয়। কেননা, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, উটের পিঠের কাষ্ঠাসনের অনুরূপ কিছু ‘সুতরা’ যদি মুসল্লির সামনে থাকে, তবে এর বাইরে দিয়ে কারো যাতায়াতে পরওয়া করার কিছু নেই। (ইবনে মাজাহঃ ৯৪০, তিরমিযীঃ ৩৩৫)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ