মহিলাটির পুরুষ অপেক্ষা অধিক স‌ওয়াব হবে। কারণ মহিলাদের জন্য ঘরে নামাজ আদায় করা উত্তম হিসেবে সাব্যস্ত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ঘরে নামাজ আদায় করা বিষয়ে বলেন,‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃনবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ নারীদের জন্য ঘরের আঙ্গিনায় সলাত আদায়ের চেয়ে তার গৃহে সলাত আদায় করা উত্তম। আর নারীদের জন্য গৃহের অন্য কোন স্থানে সলাত আদায়ের চেয়ে তার গোপন কামরায় সলাত আদায় করা অধিক উত্তম।(সুনানে আবু দাউদ, হাদিস নং ৫৭০ হাদিসের মান: সহিহ হাদিস) পক্ষান্তরে পুরুষের জন্য ঘরে নামাজ আদায় করা বিষয়ে এমন উত্তমের কথা তো নেই, বরং ওযর ছাড়া ঘরে নামাজ আদায় করা বিষয়ে শাস্তির ধমকি দেয়া হয়েছে।(মুসনাদে আহমাদ,৮৫৭৮)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ