শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ট্যাবলেট/ক্যাপসুলের কাজ-মূলত এন্টিবায়োটিক বা সংক্রমণের চিকিৎসা, এছাড়া আইসোট্রেটিনইন ত্বকের তেলতেলে ভাব কমায়। ব্রণের সম্পূর্ণ চিকিৎসার পরেও একটা দুটো দাগ/ক্ষত থেকে যেতে পারে, এমন কোন চিকিৎসা নেই যা ত্বককে আগের মত মসৃণ করবে।   বেনজয়িল পারঅক্সাইড, রেটিনয়েডস (এডাপালিন,ট্রেটিনয়িন) ক্রিম/লোশন সূর্যালোকে ত্বকে বিরূপ প্রতিক্রিয়া (জ্বালাপোড়া) করে। চিকিৎসকের পরামর্শ অনুসারে রাতে ব্যবহার করে সকালে ধুয়ে ফেলা বা সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। রেটিনয়েডস (এডাপালিন,ট্রেটিনয়িন) ক্রিম/লোশন, আইসোট্রেটিনয়িন ক্যাপসুল গর্ভাবস্থায় ব্যবহারে গর্ভস্থ শিশু বিকলাঙ্গ ও জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন অবস্থাতেই এই জাতীয় ওষুধ ব্যবহার করা যাবে না। তাই আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ