আপনার যদি তাকে ভাল লাগে বা তাকে ভালবাসতে চান তাহলে হ্যা বলে দিন। আর যদি তাকে বেস্ট বন্ধু হিসাবেই যদি শুধু চান তাহলে তাকে বুঝিয়ে না করে দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

যদি আপনি তার প্রতি "ইতিবাচক " হয়ে থাকেন,তাহলে তার প্রস্তাব গ্রহণ করতে পারেন।  অবশ্যই নিজের ভবিষ্যৎ এবং আপনার পরিবারের কথা চিন্তা করবেন।  যদি আপনি এবং আপনার পরিবার তার প্রতি ইতিবাচক হয়ে থাকেন,তাহলে তার প্রতি অগ্রসর হতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসলে Best Friend এর সাথে সব রকম পাগলামি করা যায়।আবার সব কিছু share ও করা যায়।অন্য অপরিচিত একজনের চেয়ে একজন বন্ধুই আপনাকে ভালো বুঝবে,আপনার দুঃখ-কষ্ট,দূর্বলতা বুঝবে এবং এগুলো কখনোই ব্যবহার করবেনা।বরং আপনাকে অন্য সবার থেকে বেশি সাহস দিতে পারবে।আপনি নিজেই কয়েকদিন আপনার friend এর সাথে যোগাযোগ বন্ধ করে দেখুন,আপনার নিজেরই অসম্ভব কষ্ট হবে।তাই আপনার যদি এ ব্যাপারে কোনরকম family pressure না থাকে তবে আপনার তাকে positive answer দেওয়া উচিৎ।ধন্যবাদ।উত্তর যথাযথ না হলে ক্ষমা করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি আপনার বন্ধুকে বিভিন্ন ভাবে পরিক্ষা করে দেখুন সে আপনাকে ভালোবাসে নাকী! যদি সে আপনাকে সত্যিকারে ভালোবাসে তাহলে আপনিও থাকে ভালোবাসার চেষ্টা করুন। এবং আপনার ও যদি তাকে ভালো লাগে তাহলে তার সাথে সম্পর্ক করতে পারেন। বিঃদ্রঃ ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ের পূর্বে এই ধরনের প্রেম ভালোবাস হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ