শেয়ার করুন বন্ধুর সাথে

সাত অাসমানের তৃতীয় অাসমানে কী কী অাছে তা সম্পূর্ণরূপে বলা সম্ভব নয়। তবে রাসুল (সাল্লাল্লাহু অালাইহি ওয়া সাল্লাম) এর সীরাত থেকে জানা যায়, সাত অাসমানের তৃতীয় অাসমানে হযরত ইউসুফ (অালাইহিস সালাম) অাছেন। মিরাজের রজনীতে যখন রাসুল (সাল্লাল্লাহু অালাইহি ওয়া সাল্লাম) জিবরাঈল (অালাইহিস সালাম) এর সাথে প্রথম ও দ্বিতীয় অাসমানের পর তৃতীয় অাসমানে অাগমন করেন, তখন জিবরাঈল (অালাইহিস সালাম) ফেরেশতাদের দিয়ে দরজা খোলান। সেখানে তার সাথে ইউসুফ অালাইহিস সালাম এর সাথে দেখা সাক্ষাত এবং সালাম-কালাম হয়। (সীরাতুল মুস্তফা) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ