শেয়ার করুন বন্ধুর সাথে

বমির সঙ্গে রক্ত এলে তাকে বলা হয় রক্তবমি বা হেমাটোমেসিস। এটা বেশির ভাগ ক্ষেত্রেই পরিপাকতন্ত্রের সমস্যার কারণে হয়। বমির সঙ্গে তাজা লাল রক্ত বা কফি রঙের মতো রক্ত অথবা ভেতরে প্রচুর রক্তপাত হলে ছোট ছোট জমাট রক্তদলা বমির সঙ্গে আসতে পারে।
রক্তবমির কারণ-

  • পেপটিক আলসার বা পেটে আলসার হলে।
  • অন্ত্রনালির নিচের দিকের রক্তবাহী নালি ফেটে গিয়ে (সাধারণত দীর্ঘ যকৃতের রোগে হয়)।
  • অন্ত্রনালি, পাকস্থলী বা অন্ত্রের ঝিলি্ল ক্ষয়ে গেলে।
  • এসপিরিন বা এ-জাতীয় ওষুধ বিশেষ করে খালি পেটে খেলে।
  • পাকস্থলীতে ক্যান্সার হলে।
  • রক্তের রোগ, রক্তের ক্যান্সার হিমোফিলিয়া।
  • অন্যান্য মহাধমনির স্ফীতি হয়ে যাওয়া রোগ ইত্যাদি।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ