Call

উচ্চরক্ত চাপ, মাথায় ও নাকে আঘাতের কারনে নাক দিয়ে রক্তপাত হতে পারে।

তাছাড়া, রক্তে ইনফেকশন,  নাকে পলিপ, সাইনুসাইটিস হলেও রক্তপাত হতে পারে।


এরকম হলে অবশ্যই একজন নাক কান ও গলা রোগ বিভাগের ডাক্তারের নিকটে গিয়ে চিকিৎসা নিতে হবে।

বিশ্রামে থাকতে হবে।

ভারী কাজ না করাই ভাল যদি এমন সমস্যা দেখা দেয়।


পরামর্শ : রক্তপাত হলে নাকের ডগায় বা মাঝ বরাবর কিছুক্ষণ হালকা করে চেপে ধরে থাকলে রক্তপাত বন্ধ হতে পারে।

তাছাড়া নাকে বা কপালের নিচে বরফ কিছুক্ষণ ধরে রাখলেও বন্ধ হতে পারে।

পাশাপাশি , ভিটামিন সি ( সিভিট  )  খাওয়া যেতে পারে।

সর্বোপরি,  অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে দ্রুত। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ