আমার ১২ বছর থেকে মুখে দাগ এবং অনেক সাল এগুলো থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে থাকলে Plzz বলে দিবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
আপনি " মেলাকেয়ার " ক্রিম টি ব্যবহার করে দেখতে পারেন। আশা করি , সমাধান পাবেন ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপেল এবং মধু এর মিশ্রণ হচ্ছে সাল দূর করার সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call
সাল দূর করার কিছু উপায় নিচে দেওয়া হলো -
- 1. প্রতিদিন টক দই ব্যবহার করুন। এটি ধুয়ে ফেলবেন না, ময়েশ্চারাইজারের মত করে লাগান এবং রেখে দিন ত্বকে।
- ২. লেবুর রসে নিয়মিত লেবুর রস লাগান। দিনে যতবার ইচ্ছা ব্যবহার করুন।
- ৩. মৌসুমী ফল ও সবজি দিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন। এতে থাকতে পারে আলু, শশা, গাজর, লাউ, বাঁধাকপি, স্ট্রবেরী, টমেটো ইত্যাদি।
- 4. মধু সামান্য গরম করে আক্রান্ত স্থানে লাগালেও উপকার পাবেন।
- 5. চিনি ও লেবুর রসের স্ক্রাব ভালো কাজে দেয়।
- 6. কাঁচা হলুদের রস ও তিলের গুঁড়া এক সাথে মিশিয়ে নিন। পানি দিয়ে পেস্টের মত তৈরি করে আক্রান্ত জায়গায় লাগান।
- 7 . নিয়মিত তরমুজের রস ব্যবহারে সাল দূর হয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ