Waruf

Call

ডোমেইনের মেয়াড শেষ হয়ে গেলে ঐ ডোমেইন আর কাজ করবেনা। ঐ ডোমেইন টাইপ করে কেউ আপনার সাইটে যেতে চাইলে যেতে পারবেনা। কিন্তু আপনার সাইট নষ্ট হবেনা। কারন সাইট হোস্টিং সাইটে বাই-ডিফল্ট একটি সাব-ডোমেইন থাকে। সেই ডোমেইন সাইটকে চালু রাখবে। কিন্তু যেহেতু সেই ডোমেইন কেউ জানে না। এবং তা সার্চ ইনডেক্স করা না তাই কেউ সাইট ব্যবহার করতে পারবেনা। তবে আপনি যদি সেই সাব ডোমেইন এড্রেসটি জানিয়ে দেন এবং তা টাইপ করে তবে সাইট দেখা যাবে। কিন্তু এটিও আবার লিমিট আছে, সকল হোস্টিং কোম্পানি অনুমতি দেয়না। কারন টাইপ করলেও তা রিডাইরেক্ট হয়ে আপনার ডট কম ডোমেইনে যায় আর যেহেতু সেটা মেয়াদ শেষ তাই কাজ করবেনা। অল্প কিছু হোস্টিং সাইট রিডাইরেক্ট করেনা। আর ব্লগার ব্লগ রিডাইরেক্ট করেনা। 

Talk Doctor Online in Bissoy App