KMIslan

Call

হ্যা বাড়াতে পারবেন তবে  সিমিত।  এসব সম্পর্কে আপনাকে জানতে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

ট্রানজিস্টর এমপ্লিফায়ার হিসাবে ব্যবহার হয় তার মানে কিন্তু এটা না যে, ট্রানজিস্টর অতিরিক্ত শক্তি সৃষ্টি করছে। যাইহোক বেশি কিছু বলছিনা, মূল কথায় আসি।  হ্যা আপনি ব্যাটারির ভোল্ট ভাড়াতে পারবেন। ২০০ বা ৫০০ ভোল্ট বাড়াতে পারবেন, খুব বেশি কঠিন কাজও না। কিন্তু মনে রাখবেন তার অর্থ এই না যে আপনি বাড়িয়ে যেকোন যন্ত্রপাতী চালাতে পারবেন। যেমন ধরুন, ২২০ ভোল্ট করতে পারবেন সহজেই কিন্তু তা দিয়া কারেন্টের যে বালব পাওয়া যায় ৬০ওয়াট। এই বালব কিন্তু জ্বালাতে পারবেন না। কারন আমরা জানি বিদ্যুৎ শক্তি ট্রান্সফারের নীতি হচ্ছে হচ্ছে ভোল্ট বাড়ালে প্রবাহ(এম্পিয়ার) কমে যায়। প্রবাহ বাড়ালে ভোল্ট কমে যায়। ঠিক এমনই। ধরুন আপনি যে ব্যাটারী ব্যবহার করবেন সেটি ৩.7ভোল্ট(মোবাইল ব্যাটারী) এবং প্রবাহ ১০০০মিলি এম্পিয়ার। এখন এর ভোল্ট বাড়িয়ে ২২০ করলেন তাহলে প্রবাহ কমে এমন একটি মিলি এম্পিয়ারে আসবে যে তা আমাদের কাজেই লাগবেনা।  তবে হ্যা আপনি যদি ১২ভোল্ট  ৫০ এমপিয়ার বা এমন বেশি ব্যবহার করেন তবে বিদ্যুতের মতই অনেক কাজ করতে পারবেন, টিভি ফ্যান, কম্পিউটার চালাতে পারবেন। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে ব্যাটারী লাইফ হবে কম। ধরুন সাধারন ১২ ভোল্ট হিসাবে ব্যবহার করলে যদি এক চার্জ দুদিন হয় তবে ভোল্ট বাড়িয়ে ফ্যান চালালে সেই চার্জ হবে মাত্র ২-৩ ঘন্টা(আনুমানিক বললাম, ব্যাটারির এমপিয়ার আরো বেশি হলে আরও বেশি সময় চলবে)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ