আয়রনের (তাতালের) বিট (তাতালের মাথা) পরিবর্তন করুন। আর সল্ডারিং (ঝালাই) করার সময় রজন লাগিয়ে নিন। এতে কাজ না হলে লিড (রাং) পরিবর্তন করুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

তাতাল নিয়া অভিযোগের শেষ নাই। আমিও সমস্যাই পড়ি।যাই হোক তাতালে আয়রন বিট পালটিয়ে  তামার বিট লাগান, কিনতে পাওয়া সোলজারিং পেস্ট ব্যবহারের আগে রজন ব্যবহার করুন। আর গুরুত্ব পুর্ণ বিষয় হচ্ছে, যদি রাং গলে পানি হয় অথচ লাগেনা তাহলে তাতালের ওয়াট কমান। শুধু মাত্র ছোট যন্ত্রপাতি লাগাতে ৩০ওয়াটের তাতাল ব্যবহার করুন। তবে ৪৫ ওয়াটের মোটা তাতাল ব্যবহার করতে পারেন যদি যন্ত্রপাতীর টার্মিনাল মোটা থাকে। বেশি ওয়াট এর তাতালে রাং লাগেনা, এগুলো ব্যবহার করে মুলত বডি জুড়তে,  অনেক মোটা কেবল জুড়তে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার তাতাল কত ওয়াটের উল্লেখ করলে ভালো হয়। 45W তাতালে এধরনের সমস্যা কম হয় তাই 45w ওয়াটের তাতাল ব্যবহার করাই উত্তম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ