শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বর্তমান প্রচলিত ভাষায় রাশিফল হয় মানুষের জন্মের তারিখ থেকে। যেমন-

 image_upload43076fd22.png   কুম্ভরাশি (জানুয়ারী ২০ - ফেব্রুয়ারী ১৮)

এটা পরিবর্তন করতে পারবেন না। আমার মতে রাশিফল বলে কিছু নেই। যা হয় সব ভণ্ডামি। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইসলাম রাশিফল স্বীকার করে না। মহান আল্লাহ তাআলার ইরশাদ: তাঁর নিকট রয়েছে গায়েবের চাবিসমূহ, এবং এক তিনি ছাড়া এ সম্পর্কে কারও জ্ঞান নেই।” (সূরা আল আনআম, আয়াত ৫৯)। বরং আল্লার রাসূল (সা) বলেছেন :কোন ব্যাক্তি যদি গনকের কাছে যায় এবং তার নিকট কোন কিছু জানতে চায়, তবে ঐ ব্যাক্তির সালাত ৪০ দিন এবং রাত পর্যন্ত কবুল হবে না।” (সহীহ মুসলিম:হা. ২২৩০)। আল্লাহর রাসূল (সা) আরো বলেছেন:যদি কোন ব্যাক্তি ভাগ্যগণনাকারীর নিকট যায়, এবং সে যা বলে, তাতে বিশ্বাস স্থাপন করে, তাহলে সে মুহাম্মদের নিকট যা নাযিল হয়েছে (অর্থাৎ কুরআন), তাকে অস্বীকার করল। তাই ভবিষ্যত গণনা, ভাল-মন্দ নির্ধারণ করা কুফর এবং শিরকের পর্যায়ভুক্ত। আর নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন না, যে লোক তার সাথে শিরক করে । আর তিনি এর চেয়ে নিন্মপর্যায়ের পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন' (আন-নিসা ৪৮)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ