Call

ভাই কি আর বলন? আসলে মানুষের মুখের কথা এমন জিনিস যা সাপের বিষের থেকেও ভয়ংকর রূপ ধারণ করতে পারে। উদাহরণ স্বরূপ -- আপনি আপনার মায়ের নামে কোন মিথ্যা অপবাদ দিলেন। যেমন --> আপনার মা অন্য কারো সাথে প্রেম করে বলে আপনি মন্তব্য করলেন। সেক্ষেত্রে আপনার মা খুবই কষ্ট পাবে মরেও যেতে পারে। মা ভাববে ছেলে এই মিথ্যা অপবাদ আমাকে দিল?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

"কাউকে আহত করার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না, মুখের দুটি কথাই যথেষ্ট" এই কথাটির অর্থঃ অস্ত্র দ্বারা মানুষকে শারীরিকভাবে আহত করা যায়, কিন্তু মানসিকভাবে আহত করতে অস্ত্রের প্রয়োজন হয় না। কাউকে মানসিকভাবে আহত বা আঘাতপ্রাপ্ত করতে মুখের দুটি খারাপ কথা বা খারাপ আচরণই যথেষ্ট, যে কথা বা আচরণে মানুষ মনে কষ্ট পায় তথা মানসিকভাবে আহত বা আঘাতপ্রাপ্ত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Shahid

Call

এটা অবশ্য সবার ক্ষেত্রে প্রযোজ্য না। কারণ যাদের লজ্জা নেই, তারা কোন অপমান কেই ভয় পায় না। তবে যাদের মধ্যে সামান্য পরিমাণ বিবেক আছে, তারা সবচাইতে বেশি ভয় পায় সম্মান হারানোর। তাদেরকে এমন কোন অপমানজনক কথা বললে তারা পরবর্তী সময়ে সেই দিকে ফিরেও তাকায় না। আমার আগে ইফতেখার ভাই বলেছে, মানুষের কথা সাপের বিষের থেকেও বেশি বিষাক্ত। কথাটা সত্যি বলেছেন তিনি। আর এই কথাটা তাদের ক্ষেত্রেই অধিক প্রযোজ্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ