Call

mm kit মাসিক হওয়ার জন্য ঔষধ নয়|তাই এই কিট মাসিক চালুকরণের জন্য খাওয়া যাবে না|এক্ষেত্রে অবশ্যই কিটের সাইড ইফেক্ট প্রভাব পড়বে|মাসিক চালু করতে চাইলে কোন গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খেতে হবে|

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

mmkit পিল সেবন করে  ৩/৪ সপ্তাহের গর্ভের সন্তানকে নষ্ট করানো হয়।


না। মাসিক বন্ধ হওয়াতে এই mmkit পিল খাওয়া ঠিক হবে না। আসলে মাসিক বিভিন্য কারণেও বন্ধ হয়ে যেতে পারে তাই আগে কারণ গুলো চিহ্নিত করুন।অনিয়মিত মাসিক বা প্রেগন্যান্ট হলেও মাসিক বন্ধ হতে পারে।

 তাই আগে আপনি স্ট্রিপ কাটি দিয়ে  প্রেগন্যান্সি টেস্ট করুন রেজাল্ট পজেটিভ আসলে গাইনি  ডাক্তারের পরামর্শে ব্যবস্থা গ্রহন করতে পারেন। এবং যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে গাইনি ডাক্তারের পরামর্শ নিন।

তাই আমি বলবো আপনি  প্রেগন্যান্ট হয়েছেন কি না তা আগে নিশ্চিত হোন তার পর ব্যবস্থা গ্রহন করুন।

Talk Doctor Online in Bissoy App