শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি কিছু কাজ করতে পারেন। কাজের শুরুর দিকে আপনাকে আগে নির্ধারণ করে নিতে হবে আপনি কোন বিষয়ে ভালো পারেন।প্রোগ্রামিং/কম্পিউটার/অদ্ভুত ভিডিও, ইত্যাদি।  তার পর আপনার ২য় ধাপ হবে  ট্যাগ ব্যাবহার করা ট্যাগ ব্যাবহার না করলে কখনই ভিডিও ভিউ হবে না।  আপনি আরো কাজ করতে পারেন- সোশাল মিডিয়াতে ভিডিও শেয়ার করা। ইউটিউব নীতিমালা মেনে ভিডিও তৈরি করবেন। ভিডিও এমন ভাবে এডিট করবেন যাতে আপনার ভিউয়ার আপনার ভিডিও দেখে মুগ্ধ হয়। এর জন্য ভিডিও এডিটিং  আপ্লিকেশন/কম্পিউটার সফটওয়্যার  ব্যাবহার করতে পারেন।  আইসিটি / তথ্য ও যোগাযোগ বা (Android)  বিষয়ে চ্যানেল হলে আপনি ফ্রি নেট/হ্যাকিং ভিডিও দিবেন। ভিউয়ার /সবস্ক্রাইবার বৃদ্ধি পাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ