টনসিল হলে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে।গলায় ব্যাথা থাকলে প্রাথমিকভাবে প্যারাসিটামল খেতে পারেন।তবে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে এন্টিবায়োটিক নেওয়া জরুরী।তা না হলে আপনার টনসিল বেড়ে যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

টনসিলের ক্ষেত্রে প্রাকৃতিক সমাধানের জন্য সময় ব্যয় করা ঠিক হবে না|কারণ এটা ক্রমেই বাড়তে থাকে|তাই দ্রুত মেডিসিন/রেজিস্টার্ড ডাক্তারের নিকট চিকিৎসা গ্রহণ করতে হবে| সাময়িক ভাবে প্যারাসিটামল ট্যাবলেট খেতে থাকুন|ফ্রিজের রাখা খাবার খাবেন না|পানি গরম করে পান করবেন|গলায় ভালোভাবে কাপড় পেচিয়ে রাখুন| বাসি বা ঠান্ডা কোন খাবার খাবেন না|যত দ্রুত চিকিৎসা নিবেই ততই আপনার জন্য কল্যাণময় হবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

লেবু শরীরের টক্সিন দূর করতে খুব উপকারী। তাই টনসিলে সংক্রমণ হলে বা গলায় ব্যথা হলে হালকা গরম পানিতে এক চামচ লেবুর রস, এক চামচ মধু ও সামান্য লবণ ভালো করে মিশিয়ে নিন। লবণ অ্যান্টি সেপটিক। তাই শরীরের অভ্যন্তরের সংক্রমণে লবণ খুব কার্যকর। এই মিশ্রণটি সেবন করুন। টনসিলের সমস্যা কমবে সহজে।

হলুদ টিস্যুকে প্রদাহ থেকে রক্ষা করে। তাই গলার ব্যথা কমাতে অনেকেই ঘরোয়া উপায়ে এর ব্যবহার করেন। সেক্ষেত্রে এক কাপ দুধে সামান্য হলুদ মেশান। তার পর সেই দুধ ফুটিয়ে গরম গরম খান। এই হলুদ মেশানো দুধ টনসিলের সংক্রমণ বা গলা ব্যথার ক্ষেত্রে খুব কার্যকর।

|

টনসিলের সমস্যা হলে গ্রিন টির মধ্যে দুই চামচ মধু মিশিয়ে ফোটান। মধুর অ্যান্টি ব্যাকটিরিয়াল উপাদানের সঙ্গে গ্রিন টির অ্যান্টি অক্সিডেন্ট উপাদান মিশে টনসিলকে আরাম দেয়। ঠান্ডা লাগার সমস্যা কমাতেও এই ঘরোয়া উপায় অত্যন্ত কার্যকর।


তথ্য নেওয়া =>>>> ©®
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

আপনি একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং আপনি নিম্নোক্ত কিছু টিপস মেনে চলুন। 1। গলায় কোন ভারি কাপড় পেছিয়ে রাখুন। 2। ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি পান ও ব্যবহার করুন। 3। প্রাথমিক উপশম হিসেবে প্যারাসিটামল গ্রহণ করুন। 4। গরম খাবার গ্রহণ করুন। ৫। আদা ও তেজপাতা মিশিয়ে গরম চা পান করুন। 6। মধু গরম করে গ্রহণ করুন এতে উপশম পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ