Call


এটা আপনার পরিবারের সাথে হলে নিশ্চই আপনার বাবা মা এই সম্পর্কটা মেনে নিত না।সব বাবা মা ই চায় তার সন্তান একটা ভালো ফ্যামিলিতে যাক। ভালো ফ্যামিলিতে বিয়ে হক। 
আপনি আপনার বাবা মা এবং আত্মীদের দিয়ে মেয়ের ফ্যামিলিকে বুঝানুর চেষ্টা করুন।  
এবং অবৈধ ভাবে পালিয়ে বিয়ে করবেন না। এটা ইসলামের দৃষ্টিতেও যেমন খারাপ তেমন সামাজিক ভাবেও খারাপ।  তাই কারো মনে কষ্ট দেয়া থেকে বিরত থাকুন।
যদি মেয়েটির ফ্যামেলি রাজি রা হয় তাহলে আপনি তাকে ভুলে যান। ভুলে যাবার চেষ্টা করুন দেখবেন আস্তে আস্তে আপনি ভুলে যেতে সক্ষম হবেন। 
যে মেয়ের ফ্যামেলি আপনাকে পছন্দ করে না আপনি তাদের থেকে দুরে থাকুন, তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

তার সাথে আপনার সম্পর্ক কত দূর এগিয়েছে,  প্রথমে এটা বিবেচনায় আনুন। সম্পর্ক যদি অনেক বেশি গভীর (শারিরিক) হয় তাহলে এখানে অন্য কিছু ভাবার অপশন নাই। বিয়ে করে ফেলুন। 

আর যদি ততোটা না হয় বা অল্প দিনের সম্পর্ক হয় তাহলে আবেগ দূরে রেখে বাস্তবতাকে সামনে রেখে ভেবে দেখুন।  ফলাফল কি পান। 

তবে আমার মতে পরিবারের সিদ্ধান্তের বাইরে যাওয়াটা ঠিক হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ