শেয়ার করুন বন্ধুর সাথে
সময়

Call

বর্তমানে আপনি টার্কি পালন করে বেশ লাভবান হতে পারেন। এটি একটি নতুন ও চাহিদা সম্পন্ন ব‍্যবসা। এক একটি টার্কির ওজন ও বেশ ভালো হয় এবং এর স্বাদ অনেকটা দেশি মুরগি ও হাঁসের মাংসের মতো হওয়ায় মানুষ পছন্দ করছে। চাহিদা বেশি থাকায় আপনি চাইলে এর সঙ্গে এখনি যুক্ত হতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বর্তমানে কবুতর পালা লাভ জনক(বাংলাদেশে)-> 

জীবনকাল ও বংশবৃদ্ধিপ্রতি জোড়া কবুতরে একটি পুরুষ ও একটি স্ত্রী কবুতর থাকে। এরা ২০-৩০ বছর পর্যন্তও জীবিত থাকে। এরা ডিম পাড়ে এবং পুরুষ ও স্ত্রী উভয় কবুতরই ডিমে তা দিয়ে বাচ্চা ফোঁটায়। মোটামুটি ১৮ দিন ডিমে তা দেয়ার পর ডিম থেকে বাচ্চা ফোটে। একজোড়া কবুতর থেকে বছরে ১০-১২ জোড়া বাচ্চা পাওয়া যায়। বাচ্চা ৫-৬ মাস বয়সে আবার ডিম দেয়া শুরু করে।

প্রতিপালন ব্যবস্থাপনাকবুতর মুক্ত বা খাঁচায় উভয় উপায়েই পালন করা যায়। বাঁশ বা কাঠ দিয়ে ঘর তৈরি করে দিলে অনায়াসে কবুতর বসবাস করতে পারে। এমনকি গ্রামের বাড়ির চালের কোণায় ঝুড়ি বেঁধে দিলে সেখানেও কবুতর বসবাস করে। এ ক্ষেত্রে ডিম ফোটার হার প্রায় ৯৮%। ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় ১৮ দিন সময় লাগে। বাচ্চাকে খাওয়ানোর জন্য কবুতরের প্রাকৃতিকভাবে দুধ উৎপন্ন হয় যাতে পানি থাকে ৭০%, আমিষ থাকে ১৭.৫%, চর্বি থাকে ১০%, খনিজ পদার্থ থাকে ২.৫%। দৈহিক ওজন সাধারণত ৪০০-৫০০ গ্রাম হয়ে থাকে। দেহের তাপমাত্রা ৩৮.৮-৪০ ডিগ্রি সেলসিয়াস।

বাজারে দাম- (জোরা)১৫০-১৮০/৳।(বাচ্চা)।
বড় (৪০০ /৳ জোরা)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

বর্তমানে ছাগল ও হাস-মুরগি পালন করা লাভজনক। এর মাধ্যমে আপনি অনেক আয় করতে পারেন। তাই আপনি ছাগল ও হাস-মুরগি পালন করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বর্তমানে বাংলাদেশে মাছ চাষ করা সবচেয়ে লাভজনক।কারণ মাছ কম বেশী সবারই অনেক প্রিয় খাবার।আর এর দাম দিন দিন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বর্তমানে বাংলাদেশে যা পালন বা চাষ করা সবচেয়ে বেশি লাভজনকঃ ১। গরু। ২। ছাগল। ৩। হাঁস। ৪। মুরগী। ৫। কবুতর। ৬। কোয়েল। ৭। ভেড়া। ৮। টার্কি। ৯। চিংড়ি। ১০। কলা। ১১। গোলাপ-রজনীগন্ধা। ১২। মাছ। ১৩। পাখি। ১৪। ফল। ১৫। ফুল। ১৬। শাক-সবজি। এসবের মধ‍্যে যার যেটিতে আগ্রহ, সে সেটিতে পুঁজি, শ্রম ও মেধা দিয়ে সবচেয়ে বেশি লাভবান হতে পারে। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মাছ চাষ করা সবচেয়ে লাভজনক ব্যবসা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ