না, তাঁরা ইমামতির বিনিময় গ্রহণ করেননি। 

সে যুগে আমাদের এ যুগের মতো ইমাম-মুয়াজ্জিনকে বেতন দেওয়া হত না। তাঁরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ইমামতির দায়িত্ব পালন করতেন। 

সে যুগের ইমাম-মুয়াজ্জিনরা যে বিনিময় গ্রহণ করতেন না, তা এই হাদিস থেকে প্রতীয়মান হয়: 

كما في حديثِ عُثمانَ بنِ أبي العاصِ رَضِيَ الله تعالى عنه، قال: ((كان آخِرُ ما عَهِدَ إليَّ النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: ألَّا أتَّخِذَ مُؤَذِّنًا يأخُذُ على الأذانِ أجرًا)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ