শয়তান থেকে দূরে থাকা যাবেনা।তবে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে কিছু পন্থা অবলম্বন করা যেতে পারে। কিন্তু এর পরেও শয়তান বিভিন্ন পন্থায় মানুষকে ধোঁকা দিয়ে যাবে। যে যেরকম শয়তান ঠিক সেভাবে তাকে ধোঁকা দিয়ে থাকে। •নেক ও দ্বীনদার লোকের সংস্পর্শ গ্রহণ করুন!এর একটি ক্রিয়া আছে যার মাধ্যমে একজন মানুষ ভালভাবে চলতে পারে। আল্লাহ পাক কুরআনে সত্যবাদী তথা নেককার লোকদের সংস্পর্শ গ্রহণের নির্দেশ দিয়েছেন।(সূরা তাওবাঃ১১৯) •বেশি বেশি যিকির করুন!যিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত ও পবিত্র থাকে, আল্লাহর প্রতি দৃঢ়তা বৃদ্ধি পায় এবং আল্লাহকে মাওলা,মুনিব হিসেবে মানতে অন্তর সন্তুষ্ট হয়।আর তখন ইবাদত করতে ভালো লাগে।(সূরা র'দের ২৮ নং আয়াতের তাফসির"তাফসিরে ইবনে কাসিরে"দ্রষ্টব্য) •কুর‌আনের তেলাওয়াত করুন! তেলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায় মর্মে কুরআনে নির্দেশনা এসেছে।(সূরা আনফালঃ২)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ