এটার অন্যতম একটা কারন হলো মানসিক ভাবে ভেঙ্গে পড়া ।দুশ্চিন্তা , অস্থিরতা নিয়ে মিলন করলে সেটা ক্ষনস্থায়ী হয়। অস্থিরতা নয় বরং শান্তশিষ্ট ও স্থবিরতা ই পারে সময়টাকে বৃদ্ধি করতে।  আর হ্যাঁ এটা ক্ষণস্থায়ী কিনা সেটা আপনাদের দুজন কেই নির্ধারন করতে হবে , বিভিন্ন ফ্লিম দেখে বা অন্যের কথা শুনে হতাশায় পড়া যাবে না । মিলনটা যদি আপনাদের দুজন কেই পূর্ণ তৃপ্তি দেয় তবেই সেটা স্বাভাবিক হোক না সেটা অল্প সময়।  এটা একেক জনের জন্য একেক রকম হয় আবার আস্তে আস্তে বাড়তে থাকে। কাজেই চিন্তিত না হয়ে পুষ্টিকর খাবার (আঙ্গুর, দুধ,খেজুর, ডিম, বাদাম এবং প্রতি রাতে একটা করে পেঁয়াজ ) খান। আশা করি ভালো থাকবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ