Call

কবরে মানুষ তার দুনিয়াতে রেখে আসা আত্মীয় স্বজনদের মনে করে কিংবা তাদের কে নিয়ে ভাবার সুযোগ নেই। তবে কেবলমাত্র নবী-রাসূলগন এবং জান্নাতিদের একটি সুযোগ থাকতে পারে। আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদের কে মৃত বলো না, বরং তারা জীবিত! কিন্তু তোমরা উপলব্ধি করতে পার না। (সূরা বাকারাঃ ১৫৪) আল্লাহর পথে যারা নিহত হয় তারা জান্নাতি। অর্থাৎ দুনিয়াতে রেখে আসা আত্মীয় স্বজনদের মনে করে কিংবা তাদেরকে নিয়ে ভাবার ইচ্ছা পোষন করলে তারা তাই পাবে। আল্লাহ তায়ালা বলেছেন, আর সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের জন্য তোমাদের মন যা চায় তা-ই আছে! তোমরা যে জিনিসের আকাঙ্ক্ষা কর, তোমাদের জন্য সেখানে তা-ই আছে। (সূরা ফুসসিলাত আয়াতঃ ৩১) সহিহ হাদীস থেকে জানা যায় যে, মানুষ মারা গেলে বারযাখ নামক একটি স্থানে চলে যায়। এর দুটি অংশ আছে একটি ইল্লিয়িন! অপরটি সিজ্জিন! ইল্লিয়িন এমন স্থান যেখানে নেককার মানুষেরা থাকে। সহিহ হাদীসে এটাও বর্ণিত হয়েছে সে স্থানটির সাথে জান্নাতের সংযোগ স্থাপিত হবে, তারা সেখানে ঘুমিয়ে থাকবে। এবং যখন হাশরের দিনে তাদেরকে ডেকে দেওয়া হবে, তারা উঠে বলবে আমরা একদিন অথবা আরও কিছুটা বেশী সময় ধরে ঘুমিয়েছিলাম। অপরদিকে সিজ্জিনে পাপী বান্দাদের শাস্তি প্রদান করা হবে। হাশরে সকলেই উঠবে এবং বিচার হবে এরপর জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হবে। [উত্তরটি নিজের জ্ঞানে লেখা ভূল হওয়া সাভাবিক। আর উত্তরের সঠিক রেফারেন্স দেওয়া হয়নি তাই সঠিক ভেবে উক্ত কথা বিশ্বাষ করা যাবে না।]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ