স্বপ্নের ব্যাখ্যার আগে দুই একটি কথা শোনোন।  পৃথিবীর শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকারী আমাদের নবী মুহাম্মদনসা.। উনার আগে ছিলে ইউসুফ আা.। এই উম্মতের মধ্যে স্বপ্নের উত্তম ব্যাখ্যাকারী ছিলেন আল্লামা ইবনে সীরিন। স্বপ্নের ব্যাখ্যা করা একটি বিদ্যা। তা এমন একটি বিদ্যা যা কোন কিতাব দেখে শিখা যায় না। এই বিদ্যা সরাসরি মহা আল্লাহ যাকে ইচ্ছা দান করেন।  স্বপ্নের ব্যাখ্যা বিষয়ক জ্ঞান অর্জন করতে হলে কুরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ আলেম  হওয়ার সাথে সাথে। বড় ওলী হওয়া নেক কাজ বেশি বেশি করা ও তাহাজ্জুদ মিশ না হওয়া এবং গোনাহমুক্ত জীবন হওয়া আবশ্যক। সাধনার পর যদি আল্লাহ পাক নিজ ইচ্ছায় দান করেন তো। ভালো। ইসলামের নির্দেশ হলো। যদি তোমার জীবনের কল্যাণ চাও। তাহলে নিজের ইচ্ছা মত যাকে মন চায় তার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইতে যেয়েও না। কেননা, প্রত্যেক নেক স্বপ্নের একটা সঠিক ব্যাখ্যা রয়েছে মহান আল্লাহর কাছে। তিনি তার নেক বান্দাদের দিলে তা ডেলে দেয়। এখন আপনি যার কাছে বলতেছেন তিনি কি সেই আল্লাহর ওলী নেক বান্দা যাকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছেন আল্লাহ পাক? নাও হতে পারে। তাই ইসলাম বলে, রাতে দেখা নেক স্বপ্ন তোমার কাছেই গোপণ রাখো। কারণ তার সঠিক ব্যাখ্যার প্রতিফলন সময় হলে বাস্তবায়ন হবে। স্বপ্নের ব্যাখ্যা না করলেও সময় মত তা আপনার জীবনে ঘটবে। আল্লাহর কাছে আপনার স্বপ্নের ব্যাখ্যার সঠিকটা রয়েছে। এখন আপনি যার কাছে স্বপ্নের কথা বলেছেন। তিনি যদি আল্লাহর কাছে থাকা সেই সঠিক ব্যাখ্যা দিতে অক্ষম হন। বরং আল্লাহর ইচ্ছার বিপরীত ভুল ব্যাখ্যা দেন। তাহলে কিন্তু আপনার জীবনে সেই ভুল স্বপ্নেরই প্রতিফলন ঘটতে যাবে। অথচ আল্লাহর কাছে। আপনার স্বপ্ন অনুযায়ী আপনার জন্য কল্যাণকর সিদ্ধান্ত রয়েছে। কিন্তু আপনি নিজ হাতে আপনার জীবনের কল্যান নষ্ট করেছেন। ভুল ব্যক্তির কাছে স্বপ্নের ব্যাখ্যা চেয়ে। আপনি তার কাছে না বলে, যদি চুপ থাকতেন,তাহলেও আপনি কল্যাণ পাইতেন। হাদিস শরীফে এসেছে। একজন সাহাবী স্বপ্নে দেখলো। সাগরের সব পানি পান করে ফেলেছেন। তিনি রওনা হলে রাসূল সা. এর দরবারে স্বপ্নের ব্যাখা জানার জন্য। পথিমধ্যে তিনি আরেকজনের কাছে তার স্বপ্ন বলে দেন। সে একটা ব্যাখ্যাও আন্দাজ করে বলে দিলেন। "তুমি এত পানি পান করেছো তাহলে তো তোমার পেঠ ফেটে যাবে" । অতপর সাহাবী রাসূল সা. এর দরবারে আসলেন। এবং স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। রাসূল সা. সাহাবীকে বললেন। তুমি এই স্বপ্নটা আমাকে ছাড়া আরো কাউকে বলেছো? তিনি বললেন। হ্যাঁ। তো সে কি ব্যাখ্যা দিয়েছে? সাহাবী বললেন। সে বলেছে আমার না কি পেঠ ফেটে যাবে। রাসূল সা. বললেন সর্বনাশ! কি করলায় তুমি? রাসূল সা. বললেন। তোমার স্বপ্নের সুন্দর একটি ব্যাখ্যা রয়েছে। "আল্লাহ তাআলা তোমাকে সাগর পরিমাণ ইলিম বা জ্ঞান দান করবে" । কিন্তু তুমি নিজ হাতে সেই নেয়ামত নষ্ট করেছো। এখন তোমার জীবনে সেই ব্যক্তির ভুল ব্যাখ্যা বাস্তবায়ন ঘটবে। কেন তুমি আমার কাছে আগে না বলে তার কাছে বলে ফেললায়? কি প্রয়োজন ছিলো তার কাছে বলার? চুপ থাকলেও তুমি সেই সাগর পরিমাণ জ্ঞানের অধিকারী হইতা। অতপর সেই সাহাবী পেঠ ফেটে ইন্তেকাল করেন। স্বপ্নের একটি ভুল আপনার জীবনের জন্য বিপদ সংকেত। তাই আসুন ইসলামের আইন মেনে অন্যের কাছে স্বপ্নের ব্যাখ্যা না চেয়ে বরং চুপ থাকি। এটাই আমাদের জন্য কল্যাণকর। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এটি আপনার জন্য তার প্রতি সহানুভূতিশীল হওয়ার প্রতি ইঙ্গিত করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ