কোরআনে কিছু আয়াতে বলা হয়েছে যে আকাশ থেকে বৃষ্টি বর্ষন হয়।এখানে আকাশের যে আরবী শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি হলো ‘সামায়ি,' সুরা রুমঃ ২৪ নং আয়াত সুরা নুরঃ৪৩নং আয়াত। অন্যত্র আয়তে এসেছে,  “নিশ্চয়ই আমি নিকটবর্তী আকশকে তারকারাজী দ্বারা সুশোভিত করেছি।” সুরা সাফফাতঃ আয়াত নং ৬ এখানেও আকাশ বলতে যে শব্দটি ব্যবহার হয়েছে সেটিও হলো ‘সামায়ি’ তাহলে যেখান থেকে বৃষ্টি বর্ষন হয় মানে মেঘ থেকে, সেখানে কী নক্ষত্র থাকে এমনটা নয়। দয়া করে এর ব্যাখ্যা কি হতে পারে তা জানান। 
শেয়ার করুন বন্ধুর সাথে