Call

থাইরয়েড এর সমস্যা, রক্ত কম থাকা, অতিরিক্ত টেনশন/ দুশ্চিন্তা,  ভয়-ভীতি, মদ পান, নেশাজাতীয় জিনিস গ্রহণ, বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও বুক ধড়পড় করে। তাছাড়া, অধিকহারে ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করলেও বুক ধড়পড় করে। খুব বেশি জ্বর হলেও বুক ধড়পড় করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
jubaieranik

Call

ভাই প্যানিক ডিসার্ডার হলে খুব বুক ধড়ফড় করে।মনে হয় আর বাচবো না।প্রচন্ড ভয় হয় এরকম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ