প্রিয় বড় ভাই ও বোনেরা সবাই আমার সালাম এবং নমস্কার নিবেন,,,আমাকে কেউ খারাপ ভাবিয়েন না,,প্লিস পারলে কেউ আমার ব্যাপারে এগিয়ে আসুন,,আমি আপনাদের নিকট চির  ঋিণী   থাকব,,, আমার বয়স ২০ বছর।।আমার একটা মেয়ের সাথে ২বছরের রিলেশন আছে,,আমি ওকে ভালোবাসি। সে ও আমাকে ভালোবাসে।।প্লিস কেউ এইটা কে আবেগ ভেবে ভুল করবেন না।।যদি আবেগ হত তাহলে অনেক আগেই সব ষেষ হয়ে যেত।এখন কথা  হলো ওকে ওর বাবা মা জোড় করে বিয়ে দিতে চাচ্ছে।ও এই বিয়েতে রাজি না,,আর আমি এইটাও নিশ্চিত যে ও কখনো রাজি হবে না,, এখন আমরা কি করতে পারি???একটা কথা জানিয়ে রাখা ভালো যে  ওর ফ্যামিলি আমাদের রিলেশন টার কথা জেনে গেছে।আমরা কি করতে পারি???আমর একই কলেজ এ পড়ি,,আমাদের প্লিস হেল্প করুন,, প্লিস  আমদের বিষয় টি বিবেচনা করে আপনার মুল্যবান মন্তব্য দিন,যেটা আমাদের জন্য  মঙ্গলজনক,,,
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি আল্লাহর কাছে দোয়া চেয়ে বলবেন,আপনার মনের কথা,আল্লাহ দিলেও দিতে পারেন।এর জন্য আপনাকে সত্যবাদি হতে হবে,মিথ্যা পরিহার করতে হবে।আর পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে।এতে আল্লাহ আপনাদের মনের আশা পূর্নও করতে পারেন।প্রান খুলে কেঁদে কেঁদে দোয়া করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার বয়স ২০ বছর।তাই আপনি এখনও পূর্ণবয়স্ক হননি।তাই এক্ষেত্রে আপনারা কোনো আইনি সহায়তাও পাবেন না।। আর তাই আমার মতে,আপনার উচিত মেয়ের বাবা-মাকে বোঝানো।তার জন্য আপনি মেয়ের গ্রামের প্রভাবশালী(মেম্বার,চেয়ারম্যান,সমাজের নেতারা ইত্যাদি) লোকদের সাহায্য নিতে পারেন।তারা মেয়ের অভিভাবকে বোঝাতে পারবে।আর ক্ষেত্রে তাদের সাহায্য পেতে গেলে আপনার বাবা-মাকে বেশ এগিয়ে আসতে হবে।তা নাহলে তারা আপনাকে সাহায্য করতে রাজি হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ