শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

বিজ্ঞান ভিক্তিতেঃ  জীব সৃষ্টির প্রারম্ভে পৃথিবী ছিল অনেক উষ্ণ। বায়ুমন্ডলে হাইড্রোজেন সায়ানাইড গ্যাসের আধিক্য ছিল। পরিবেশ ছিল দুর্যোগময়। এমন পরিবেশে বিদ্যুৎ চমকানোর স্ফুলিঙ্গের কারনে নাইট্রোজেন সহজে উত্তপ্ত পরিবেশে বৃষ্টির পানির সাথে মিশে ডিএনএ বেস গঠন করে। বিজ্ঞানীরা প্রথম হাইড্রীজেন সায়ানাইড নামক বিষ থেকে পানির মিশ্রনে এই আদি ডিএনএ গঠনের পক্ষে প্রমান পেয়েছেন। আর এই ডিএনএ হচ্ছে জীবনের প্রথম ও প্রধান ভিক্তি। এই ডীএনএ তে পানি থেকে হাইড্রোজেন ও অক্সিজেন সংযোগ হয়ে বেস গঠিত হয়। পরে কালক্রমে এই ডিএনএ জলাশয়ে মাটি থেকে দ্রবীভুত অন্যন্য খনিজ উপাদানের সাথে মিলে নিউক্লিয়েডের মত পদার্থ সৃষ্টি করে সৃষ্টি হয় আদি কোষ তথা জীব। কাজে দেখা যায় যে সরাসরি পানির উপাদান ব্যবহার হয়েছে এবং পরোক্ষভাবেও পানির দ্রবন দরকার হয়েছিল। তাছাড়া পানির ভেতরেই অন্যন্য উপাদান গুলো পরিবেষ্টিত হয়ে কোষ গঠন করে যে কারনে কোষের উপাদানে পানির পরিমান যথেষ্ট। পানি না হলে উপাদানগুলো পদার্থের ন্যায় কঠিন থাকত ফলে বিক্রিয়া হতনা। তাই জীব সৃষ্টিও সম্ভব হতনা। একারনেই জলজ পরিবেশে প্রথম জীব সৃষ্টি হয় বলে বিজ্ঞান বলে।  কাজেই জীব সৃষ্টিতে পানির ভুমিকা সবচেয়ে বেশি পানি ছাড়া কোন জীবের গঠন তথা জীব নাই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ