শেয়ার করুন বন্ধুর সাথে

এটা একটা বৈজ্ঞানিক ধারণা । ধর্মের সাথে মিলাবেন না দয়া করে ।...................পৃথিবীর প্রথম জীব খুব সম্ভবত এককোষী হেটেরোট্রফিক প্রোক্যারিওট । এই প্রোক্যারিওটদের মধ্যে ব্যাকটেরিয়াসহ অন্যান্য সরলগঠনের এককোষী জীবরা বিদ্যমান । এরাই ছিলো সর্বপ্রথম অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকা জীব । অর্থাত্‍ এরা নিজে নিজে নিজের শক্তির চাহিদা মেটাতে পারতো না । এখন প্রশ্ন আসতে পারে এরাই যদি সর্বপ্রথম হয় তাহলে কার উপর নির্ভর করে বেঁচে ছিলো ? এর উত্তরটা এমন- তখনকার সময় সাগরের পানি ছিলো বিভিন্ন জৈবপদার্থে পরিপূর্ণ । আমি ৪০০ কোটি বছর আগের কথা বলছি । এসব জৈবপদার্থের স্বমন্বয়কে বলা হতো 'প্রিমর্ডিয়াল স্যুপ' । প্রোক্যারিওটগুলো খাদ্য হিসেবে এটা গ্রহন করতো । এখন প্রশ্ন আসতে পারে এই জৈব পদার্থগুলো কি করে তৈরি হলো । এই জৈবপদার্থগুলো কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন এর মতো বিভিন্ন সাধারণ পদার্থ থেকেই তৈরি হয়েছিলো কিছু জটিল রাসায়নিক বিক্রিয়ায় । এই বিক্রিয়াগুলো তখনকার উত্তাল পৃথিবীর উন্মত্ততার জন্যই সম্ভব হয়েছিলো বলে ধারণা করা হয় । এটাও ধারণা করা হয় এই জৈব পদার্থগুলো থেকেই প্রোক্যারিওটগুলোর উদ্ভব হয়েছিল । আর কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন সহ অন্যান্য মৌলগুলো পৃথিবী সৃষ্টির সময় থেকেই পৃথিবীতে বিদ্যমান ছিলো ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ