Call

মুলত কেন্দ্রমুখী বল বা অভিকর্ষ বল এবং কেন্দ্রবিমুখী বল বা নিক্ষিপ্ত বেগের ফলে সৃষ্ট জড়তা পরস্পর সমান রাখে যার ফলে স্যাটেলাইট তথা কৃত্রিম উপগ্রহটি চাদের মত আচরণ করে।ফলে এরা স্পেসে চাদের মতোই টিকে থাকে। কৃত্রিম উপগ্রহ এমনভাবে পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণায়মান হয়, যাতে এর গতির সেন্ট্রিফিউগাল বা বহির্মুখীন শক্তি ওকে বাইরের দিকে গতি প্রদান করে - কিন্তু পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি একে পৃথিবীর আওতার বাইরে যেতে দেয় না। উভয় শক্তি কৃত্রিম উপগ্রহকে ভারসাম্য প্রদান করে এবং কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে। যেহেতু মহাকাশে বায়ুর অস্তিত্ব নেই তাই এটি বাধাহীনভাবে পরিক্রমণ করে । এভাবেই সাটেলািট তথা কৃত্রিমউপগ্রহ গুলো ঘোড়ে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ