Call

তাকদির আল্লাহ নির্ধারিত করে রেখেছেন এটা সবার জন্যই,, এই কথাটা স্পষ্ট ভাবে কোরান ও হাদিস দিয়ে প্রমাণিত,, তাই আর দলিল দিলাম না,, ভাই কথাটা বুঝতে চেষ্টা করুন,, আপনি কার সম্পর্কে ভুল ধরার চেষ্টা করতেছেন তা কি কখনো ভেবেছেন,, , তার জ্ঞান আর আমাদের জ্ঞান,, হ আমরা ত তারাই যারা জানি যে পাথর দিয়ে ঢিল দিলে আম মাটিতে পড়ে যায়,, কিন্তু আম কেন উপরে উঠে যায় না,, , উঠবে না কারন এটা আল্লাহর বানানো আইন,, এখন আল্লাহ যদি এমন আইন বানাতেন যে কাচা আম মাটিতে পড়ে যাবে পাকা গুলো উড়ে যাবে তাহলেও কিচ্ছুই বলার ছিল না,,, , এরকম ভাবেই আল্লাহ এমন আইন করে রেখেছেন যে মানুষ ডানে যেতে চাচ্চে ডানে যাচ্ছে, বামে যেতে চাচ্ছে বামে যাচ্চে,, وَأَن لَّيْسَ لِلْإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ-। অর্থঃ এবং মানুষ তাই পায়, যা সে করে,(সূরা আন-নাজম (النّجْم), আয়াত: ৩৯) কিন্তু আল্লাহ একই সাথে আবার আরেকটি নিয়ম চালু করে রেখেছেন যে যা কিছু করবে সব আল্লাহর দ্বারা,, আল্লাহর ইচ্ছার বাইরে কেউ তিল পরিমাণ ও লড়তে পারে না,, , এভাবে অনেক গুলো নিয়ম চালু করে রাখা, যা ভাবলে আমাদের মাথা ঘুরাবে,, আমরা কোন দিন ভেবেও কুল কিনারা পাব না,, , কিন্তু আল্লাহর একথাও ত সত্য যে إِنَّ ٱللَّهَ لَا يَظْلِمُ ٱلنَّاسَ شَيْـًٔا وَلَٰكِنَّ ٱلنَّاسَ أَنفُسَهُمْ يَظْلِمُونَ অর্থঃ আল্লাহ জুলুম করেন না মানুষের উপর, বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে।( ইউনুস (يونس), আয়াত: ৪৪) , এমনেই আল্লাহর বিধান,, এত কিছুর পরেও আল্লাহ বলতেছেন কারো প্রতি তিনি বিন্দুমাত্র জুলুম করেন না,, অন্যান্য কথার মত এটাও মহাসত্য। , আর আপনি ত জানেনই যে যারা অবুঝ তাদের হিসাব হয় না,, কিন্তু আল্লাহ এক কে অপরের পরিক্ষার জন্য বানিয়েছেন,, তাছাড়া শিশুরা ভাল কাজ করলে এর লাভ মা বাবা পায় অনুরুপ খারাপ কাজ করলে মা বাবা দায়ি আর যে ধর্ষন করেছে সে দায়ি,, আল্লাহর সৃষ্টিতে কোন ত্রুটি নেই,, সূরা আল-মুলক (الملك), আয়াত: ৩ ٱلَّذِى خَلَقَ سَبْعَ سَمَٰوَٰتٍ طِبَاقًا مَّا تَرَىٰ فِى خَلْقِ ٱلرَّحْمَٰنِ مِن تَفَٰوُتٍ فَٱرْجِعِ ٱلْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍ অর্থঃ তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তা’আলার সৃষ্টিতে কোন ত্রুটি দেখতে পাবে না। , ভাই যারা ঈমান্দার জ্ঞানি তারা কখনো আল্লাহর সৃষ্টির মধ্যে কোন ত্রটি খোজে পায়নি,, , যারা হতবাগা তারাই আল্লাহর নিয়ম নিয়ে হাসি তামাসা করে ভুল খোজে,, কিন্তু নিজেকে বাচানো চিন্তা করে না,,,, আচ্ছা আল্লাহ যদি এমন হতেন যে সবাইকে শুধু শুধু বিনা কারনে জাহান্নমে পাঠাতেন,, অথবা দুনিয়াতে এরকম শাস্তি সারাদিন ভোগতাম, তাহলে কার কাছে নালিশ নিয়ে যেতাম,, কিচ্ছুই করার ছিল না,, আলহামদুলিল্লাহ,, , , তাই আমি নিজেও জানিনা আল্লাহ কি আমাকে জাহান্নামের জন্য বানিয়েছন নাকি জান্নাতের জন্য, সাহাবিরা রাসুলকে বলতেন আল্লাহ যদি আগে থেকেই জানে যে কারা জাহান্নামে যাবে আর কারা জান্নাতে যাবে তাহলে আমল করার কি দরকার উত্তরে রাসুল বলেছিলেন তুমি কি জানো তুমি কোন দলে এজন্যই তোমাকে আমল করতে হবে,, আল্লাহ যদি শাস্তি দেয় তাহলে কোন উপায়েও কোন কাজ হবে না, আজ কিছু হলেই ইন্টারনেটে আল্লাহর নামে সবাই,,,,,,,,,,,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ