আমার ফোনের র্যাম ১জিবি|প্লে ষ্টোর থেকে মাত্র কয়েকটা(8-10) অ্যাপ ইনষ্টল দিলেই মেমোরি ফুল|কিভাবে বেশি অ্যাপ বা গেম ইনষ্টল দেয়া সম্ভব?
Share with your friends
Jamiar

Call

দেখুন এপ্স  ইন্সটল করার সাথে র‍্যামের কোন সম্পর্ক নেই। আসলে র‍্যাম ইন্সটল করলে তা ফোন (internal store) মেমোরিতে জায়গা  নেয়। আপনার ফোনের অহেতুক এপ্স গুলো আনইন্সটল করুন।   এবং   recent.   বাটন ক্লিক করে recent পেজ গুলো ডিলিট করবেন।।

যদি কোন এপ্স রানিং অবস্থায় রাখেন তাহলে ঐ এপ্স টি র‍্যামের এম্বিতে জায়গা নেয়। ধরুন একটি ২০০ এম্বির গেম খেলছেন  সেই গেম টি খেলা অবস্থায় বা গেম টি অপেন করার পর পরেই ২০০ এম্বির লোড হবে র‍্যাম থেকে মানে সেই ২০০ এম্বির গেম টি তখন র‍্যামের আওত্তায় থাকবে আবার যখন গেমটি থেকে বেরিয়ে আসবেন এবং রিসেন্ট বাটন ক্লিক করে ডিলিট করে দিবেন তখন র‍্যাম আবার খালি হবে। 

১০ এম্বির এপ্স ইন্সটল করলে ইন্সটল করার সাথে সাথেই ফোন মেমোরতে জায়গা নিবে এবং সেই এপ্স টি অপেন করলে র‍্যামে জায়গা নিবে আবার এপ্স থেকে বেরিয়ে আসলে র‍্যাম খালি হবে তবে recent বাটন ক্লিক করে  clean করতে হবে। আর র‍্যাম খালি করার জন্য একটি এপ্স ব্যবহার করতে পারেন। Ram cleanar এপ্স।

Talk Doctor Online in Bissoy App