অামি অামার মোবাইল দিয়ে কখনো নিজের বা মানুসের ছবি তুলিনা,,,কিন্তু মাঝে মাঝে কোথাও গেলে প্রকৃকির ছবি তুলি এবং সেগুলো অামার কভার বা প্রোফাইল পিকে ব্যবহার করি,,,অামি জানতে চাচ্ছি এ প্রাকৃতিক ছবি তুলা কি হারাম,,,কেউ যদি একটু জানাতেন
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হ্যাঁ, আপনি ভালো একটি প্রশ্ন করেছেন। ইসলামের দৃষ্টিতে একান্ত প্রয়োজন ছাড়া যে কোনো প্রাণীর ছবি অংকন করা ,ছবি তোলা সম্পূর্ণ হারাম । তবে ঘর-বাড়ী , ফল-ফুল ,গাছ-পালা ,মসজিদ-মাদরাসা ,স্কুল-কলেজ ,নদ-নদী ইত্যাদি প্রাণহীন বস্তুর বা প্রকৃতির ছবি অংকন করা/ছবি তোলার বিষয়ে অনুমতি আছে । (তরীকুল ইসলাম ৫/২২০, জাওয়াহিরুল ফিকহ ৩/২২৩ , কিফায়াতুল মুফতী-৯/২২৩)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ