শেয়ার করুন বন্ধুর সাথে
Ayesha

Call

নামাররকের লড়াইয়ের পরাজয় পারসিকদের জাতীয়, গর্বে আঘাত হানল। বাহমনের নেতৃত্বে তারা আবার ফোরাত নদের অপর তীরে মুসলিম বাহিনীর মোকাবিলা করল। মুসান্নার পরামর্শ উপেক্ষা করে আবু ওবায়দা নদী পার হয়ে যুদ্ধ করতে বদ্ধপরিকর হলেন। নৌকার দ্বারা সেতু নির্মাণ করে তিনি ইউফ্রেতিস নদী পার হয়ে পারস্য বাহিনীর মোকাবিলা করেছিলেন বলে ইতিহাসে এ যুদ্ধ ‘জসর’ বা সেতুর যুদ্ধ নামে পরিচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ