শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রোগ্রামে ব্যবহৃত ভেরিয়েবল, ফাংশন, অ্যারে, পয়েন্টার ইত্যাদির যে নাম দেয়া হয়, তাকেই আইডেন্টিফায়ার বা নির্দেশক বলে। অর্থাৎ, প্রোগ্রামে ব্যবহৃত কোনো ভেরিয়েবলের নামটাই হল ঐ ভেরিয়েবলের আইডেন্টিফায়ার। তেমনিভাবে, যখন কোনো ফাংশন লেখা হয়, তখন সেই ফাংশনের নামটাই হল ঐ ফাংশনের আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার হলো ইউজার ডিফাইন অর্থাৎ, আইডেন্টিফায়ার-এর নাম লিখতে ভেরিয়েবল নামকরণের নিয়মগুলো মেনে চলতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ