Call

না বুঝে সমকামীতায় যুক্ত হলে আল্লাহ্ তাআলা মাফ করবেন। তবে খাঁটি মনে পূর্বের সমস্ত গোনাহর জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে আর এরকম কাজ না করার জন্য তওবা করতে হবে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তবে আপনার অজানামতে বা হয়ে গেছে আপনি বুঝতে পারেন।আর এ না বোঝার কারণে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারেন।তবে পরে আল্লাহর কাছে আপনাকে তওবা করতে হবে আর জিবনে যাতে আর না করেন।তাহলে মাফ হতে পারে আর বাকিটা আল্লাহতায়ালার হাতে।কারণ সৃষ্টিকর্তাই মহান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অভষ্শই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। তবে খাস নিয়তে করতে হবে পরে আর কক্ষনো এমন কাজ করবেননা এমন নিয়তে  তওবা করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সমকামিতা একটি জঘন্যতম গোনাহ;এই গোনাহের কারণে ক‌ওমে লূতকে কঠিন শাস্তির মাধ্যমে ধ্বংস করা হয়েছে। কোরআনে তাদের ধ্বংসের কথা এভাবে এসেছে;সূরা হুদ:82 - অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছাল, তখন আমি উক্ত জনপদকে উপরকে নীচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাঁকর পাথর বর্ষণ করলাম। সূরা আল ক্বামার:37 - তারা লূতের (আঃ) কাছে তার মেহমানদেরকে দাবী করেছিল। তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। অতএব, আস্বাদন কর আমার শাস্তি ও সতর্কবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই অপকর্মকে জঘন্যতম অপরাধ সাব্যস্ত করে বলেছেন,ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা কাউকে যদি লুত গোত্রের মতই কুকর্মে লিপ্ত দেখতে পাও তাহলে কর্তা ও যার সঙ্গে করা হয়েছে তাদের উভয়কে হত্যা করো।সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৪৬২ হাদিসের মান: হাসান সহিহ সমকামিতা এত জঘন্যতম হলেও খাঁটি তাওবার মাধ্যমে ক্ষমা পাওয়া সম্ভব। এদিকে ইঙ্গিত করে কোরআনে আল্লাহ পাক বলেন;  সূরা আল-ফুরকান:68 - এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের এবাদত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যারা একাজ করে, তারা শাস্তির সম্মুখীন হবে।69 - কেয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুন হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে। 70 - কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গোনাহকে পুন্য দ্বারা পরিবর্তত করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যা করেছেন তা অবশ্যই ইসলামী শরীয়তে একটি জঘন্যতম অপরাধ। তবে আপনি যদি খাঁটি দিলে তাওবা করেন তাহলে অবশ্যয় আপনাকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কারণ হাদীসে এসেছে- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

عن أبي عبيدة بن عبد الله عن أبيه قال قال رسثول الله صلى الله عليه و سلم:( التائب من الذنب كمن لا ذنب له ).

অর্থাৎ গুনাহ থেকে (খাঁটি দিলে) তাওবাকারী কেমন যেন তার কোন গুনাহই নেই। -সুনানে ইবনে মাযা: হা. নং ৪২৫০


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ